শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (৬ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ৮ জনের নমুনা করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন, সুলতান আহমেদ (২৩), আলমগীর কবির (৩০), মিনারুল ইসলাম (৪২), ফরিদ আহমেদ (৩৮), মিজানুর রহমান (৩০), শ্রী মিশু চন্দ্র মহন্ত (৫৫), নজরুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর আলম (৪০)।
কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর জরুরী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল ফরহাদ হোসেন।
সাগরকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের প্রভাষক রাকিবুল আমিন জানান, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্যের একদিনে এক সাথে আক্রান্তের খবরে অত্র এলাকার সকলশ্রেণি পেশার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।