শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : সুজানগরে করোনা আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম নামে একজনের মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।
আমিরুল ইসলাম বেশ কিছুদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গত সপ্তাহে তার শরীরে করোনা শনাক্ত হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।