শাহিনুর রহমান শাহিন : ইসলামী ব্যাংক পাবনা শাখার চার কর্মকর্তার করোনাভাইরাস ফলাফল পজেটিভ আসলে শাখাটি লকডাউন ঘোষণা করা হয়। এর আগে শাখাটির ২৫ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রোববার (৭ জুন) সকালে ওই চরজনের ফলাফল প্রকাশ হলে সবারই করোনাভাইরাস পজেটিভ আসে। ফলে ব্যাংকের গেইটে লকডাউন লেখা কাগজ টাঙিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
করোনা শনাক্ত চার কর্মকর্তা হলেন- সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোকলেছুর রহমান, প্রিন্সিপাল অফিসার হারুনুর রশিদ, প্রিন্সিপাল অফিসার আজিজুর রহমান এবং জুনিয়র অফিসার আব্দুর রশিদ।
ব্যাংকের এক কর্মকর্তা জানান, চার কর্মকর্তার করোনা শনাক্ত এবং ২৫ জনের অসুস্থতার কারণে ব্যাংকের পাবনা কার্যালয় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যতদিন না কর্মকর্তারা সুস্থ হচ্ছেন, ততদিন শাখাটি লকডাউন থাকবে এবং ব্যাংকের কোন কার্যক্রম পরিচালিত হবে না।