নিজস্ব প্রতিবেদক : পাবনায় মোবাইলফোন হারানোকে কেন্দ্র করে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে মহেন্দ্রপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনার পর থেকে গৃহকর্তা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুরের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি জানান, মহেন্দ্রপুরের আব্দুল আলিমের বাড়িতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার স্ত্রী ‘লাকি খাতুন ও লাকির মা এ নির্যাতন চালান।’ পরে ‘ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়’ এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ পরিবারের সাথে আলাপ করে জানতে পারি ‘নিহত নারী গৃহকর্মী ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে নিচে পড়ে নিহত হয়েছেন।’
আব্দুল আলীম স্থানীয়দের মধ্যে আওয়ামী লীগের নেতা বলে প্রচার আছে জানিয়ে তিনি বলেন, আলিমের কোনো পদ-পদবী এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ আলিমের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে।
এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, “বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পরপরই বাড়ির মালিক আব্দুল আলীম পলাতক রয়েছেন।
“নিহতের মরদেহ কোথায় আছে জানি না। খোঁজ করছি। পেলে নিহতের শরীরে ক্ষতচিহ্ন আছে কিনা বুঝতে পারব। তারপরেই বিস্তারিত বলা যাবে।”
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছে এ পরিবার বলে জানান তিনি।
অন্যদিকে, আলীমের স্ত্রী লাকি খাতুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো কিছু বলতে রাজি হননি। (সূত্র : bdnews24.com)