শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : বিশ্বের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। পাবনার সুজানগরে গত কয়েক দিনে দফায় দফায় লাফিয়ে বেড়েই চলেছে করোনা রোগে আক্রান্ত সংখ্যা। মঙ্গলবার ( ৯ জুন) সুজানগরে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি সুজানগর পৌরসভা এলাকায়। তিনি ফার্মেসিতে কাজ করেন এবং সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন ইতিমধ্যে ফেসবুক লাইভসহ সুজানগর উপজেলার জনগণকে করোনা থেকে বাঁচার জন্য সবাইকে সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ জানিয়েছেন এবং সুজানগর উপজেলায় করোনা রোগীর সংখ্যা যেন আর না বাড়ে, এজন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। তিনি আশা করছেন অচিরেই করোনা রোগীর সংখ্যাও কমে আসবে।