শাহিনুর রহমান শাহিন : পাবনায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রুফিয়া খাতুন ওই গ্রামের কৃষক সেলিম হোসেনের স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকালে গৃহবধূ রুফিয়া নিজ ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পায়। সে ইঁদুরের গর্ত মনে করে গর্তে পা দিয়ে মাটি ভর্তি করার মুহূর্তে গর্তে থাকা একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। রুফিয়া বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তারা গৃহবধু রুফিয়াকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখেই ওঝার সন্ধানে বের হয়। এর মধ্যে গৃহবধূর শরীরে বিষ ছড়িয়ে পড়লে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৩৪ বছর বয়সের গৃহবধু রুফিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।