Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সুজানগরে মানুষের করোনা নিয়ে নেই কোন ভাবনা

শেয়ার করতে এখানে চাপ দিন

শেখ রুবেল আহমেদ, সুজানগর উপজেলা প্রতিনিধি :
পাবনা জেলার গুরুত্বপূর্ণ উপজেলার নাম সুজানগর উপজেলা। এই উপজেলাতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় হাট বাজার। এছাড়াও রয়েছে বেশ কিছু মিল কারখানা। আজ সুজানগর ঘুরে বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে এতোটুকু বোঝা গেল- সারা বিশ্বে যখন করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তায় ঘুম হারাম ঠিক তখন সুজানগর উপজেলার জনসাধারণ বুঝতেই পারতেছে না যে করোনা কী? এর মধ্যে আজ সুজানগরের কয়েকটি হাট ঘুরে দেখা গেল জনগণের কোন জনসচেতনতামূলক কোন চিন্তা ভাবনা নেই কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা লাগিয়ে সবাই যেন ঈদের আমেজ এর মতই হাটবাজারসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম করতেছেন হাঁচি-কাশি দিলে যে সতর্কতা অবলম্বন করতে হবে এটাও তারা বুঝেও বুঝতেছেনা এ পর্যন্ত সুজানগরে কোন রোগীর সংখ্যা ২১ জন। প্রতিদিনই প্রায় এই সংখ্যা বেড়েই চলেছে। সুজানগর উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানরা যখন বিভিন্নভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই জনগণ বুঝেও বুঝছে না। এমন অবস্থায় সুজানগর এর ভবিষ্যৎ কী হবে- সেটা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন এমন অবস্থা বেড়ে চললে সুজানগরের অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় কিছু সচেতন নাগরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। জনগণকে সচেতন করতে না পারলে যেকোনো মুহূর্তেই করোনা ভয়াবহ রূপ নিতে পারে সুজানগর উপজেলাতে তাই দল-মত-নির্বিশেষে সবাই এক হয়ে কাজ না করলে করোনার কবল থেকে সুজানগর উপজেলাকে বাঁচানো সম্ভব হবে না।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর