নিজস্ব প্রতিবেদক: পাবনায় কোভিড–১৯–এর সংক্রমণ ক্রমেই বাড়ছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) নতুন করে ১৬ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৬ জনে।
এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, সুজানগর উপজেলায় ৬ জন, সাঁথিয়া উপজেলায় ২ জন ও আটঘরিয়ায় ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আছেন।
সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত আটজন সুস্থ হয়েছেন। পরিবারে করোনা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে অনেকেই আক্রান্ত হচ্ছেন। অনেকের মধ্যে কোনো উপসর্গ নেই। সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর এক–দুজন করে গত দেড় মাসে জেলার ৯ উপজেলায় ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে ঈদের ছুটির পর গত দুই সপ্তাহে এই সংখ্যা পৌঁছেছে ১৭৬ জনে।