Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

পাবনার পুলিশ সুপার করোনায় আক্রান্ত!

শেয়ার করতে এখানে চাপ দিন

পাবনা থেকে জাহিদুল ইসলাম জাহিদ : পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পুলিশ সুপারের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ আসে।’
সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন স্থানে যাওয়ার কারণেই তিনি করোনায় আক্রান্ত বলে ধারণা করছেন জেলা পুলিশ বিভাগ।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার পজেটিভ আসার পর থেকে আইসোলেশনে রয়েছি। আমার কর্মস্থলে বা বাইরে যাদের সংস্পর্শে এসেছি তাদের পরীক্ষা করার জন্য বলেছি। আর অফিসের সবারই নমুনা নিয়ে পরীক্ষার জন্যে পাঠানো হবে।’

এদিকে পাবনা জেলায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭৮ জনে দাঁড়িয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ, সরকারি-বেসরকরি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তবে, আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটা কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০ জন। আর মৃত্যু হয়েছে ৫ জনের।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর