নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার সাবেক সিভিল সার্জন ডা. এ কে এম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সবশেষ তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি ডা. এ কে এম ফজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির হিসেবে এ পর্যন্ত ২৯জন ডাক্তার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।