Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

সুজানগরে নতুন ইউএনও হিসাবে যোগদান করলেন মো. রওশন আলী

শেয়ার করতে এখানে চাপ দিন

শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসাবে গত ১১ জুন বৃহস্পতিবার যোগদান করেছেন মো. রওশন আলী। যোগদানের পর ১৪ জুন রবিবার তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহন করেন।
এর আগে পাবনা জেলার বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবং সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) (অতি. দা.) হিসাবে পালন করেন তিনি ।
বিসিএস ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সদস্য তিনি। যোগদানের পরে সুজানগরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলীম রিপনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় সুজানগরবাসীর পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আব্দুল ওহাব।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর