নিজস্ব প্রতিবেদক : সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর-সাটিয়াকোলা আমতলা খানকার পূর্বপাশে সাবিনা (২৫) নামের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওই গ্রামের সোহরাব মন্ডলের মেয়ে। সোমবার (১৫ জুন) কাশিনাথপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় কাশিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জামাল সোমবার সন্ধ্যায় বাড়িটি লকঢাউন করে দেন।
এসআই জামান এ প্রতিবেদককে জানান, সাবিনা গত ২৬ মে তার স্বামীর বাড়ি মানিকগঞ্জ থেকে কাশিনাথপুরে বাবার বাড়িতে আসেন। ১১ জুন তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৫ জুন (সোমবার) ফলাফল পজেটিভ ধরা পড়ে।
পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে।