সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় রোজিনা (২৮) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা পশ্চিমপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে আসাদুল মিয়ার বড় স্ত্রী।
পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে রোজিনাকে তার পাষন্ড সতীন পেয়ারা ও স্বামী আসাদুল লাঠি দিয়ে বেধড়ক পিটায়। তার কিছু সময় পরে ঘর থেকে রোজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ১৪ বছর আগে একই ইউনিয়নের হাটগ্রাম গ্রামের বাসিন্দা হুকুম আলীর কন্যা রোজিনার সঙ্গে বিয়ে হয় আসাদুলের। এরপর গত ৪ বছর আগে আসাদুল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন।
রোজিনার ভাই মো. জিয়ারুল ইসলাম বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকেই আসাদুল প্রথম স্ত্রী আমার বোন রোজিনার উপর প্রতিনিয়ত শারিরীক ও মানুষিক নির্যাতন করত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠক হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্য করে ঝুলিয়ে রেখেছে।
ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হেদায়তুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।