নিজস্ব প্রতিনিধি : পাবনার সাঁথিয়া থেকে হাবিবুল বাশার (প্রান্ত) নামের এক কলেজ ছাত্রকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। প্রান্ত বেড়ার আলহেরা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের মো. মোতালেব হোসেন সাচ্চুর একমাত্র ছেলে। চার ভাই বোনের মধ্যে প্রান্ত সবার ছোট।
পরিবার সুত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল ৯ টার দিকে সেলুনে চুল কাটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় প্রান্ত। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা সেলুনসহ বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে যোগাযোগ করেও ছেলের কোন সন্ধান পায়নি।
বাবা-মা জানায়, তার কাছে কোন মোবাইল ফোন ছিল না। ছেলেকে খুঁজে না পাওয়ার বিষয়টি সাঁথিয়া থানায় অবহিত করেছে তার পরিবার। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা-মাসহ পরিবারের সদস্যরা।
প্রতিবেশী ও সহপাঠিরা বলেন, প্রান্ত অত্যন্ত শান্ত ও সহজ-সরল প্রকৃতির। কলেজে পড়ালেখা করলেও তার কোন মোবাইল ফোন নাই। আসক্তি নেই পড়ালেখা ছাড়া অন্য কোন কিছুতে। এমন ছেলেটির নিখোঁজ হওয়ায় গ্রামবাসীও মর্মাহত। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা মা ছেলের সন্ধান পেতে আইন শৃংখলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে ০১৭৯১ ৬০৬২৪৩ অথবা ০১৭০৬ ০০৬৭৪৫ মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।