Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় কলেজ ছাত্র নিখোঁজ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনার সাঁথিয়া থেকে হাবিবুল বাশার (প্রান্ত) নামের এক কলেজ ছাত্রকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। প্রান্ত বেড়ার আলহেরা স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ও সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের মো. মোতালেব হোসেন সাচ্চুর একমাত্র ছেলে। চার ভাই বোনের মধ্যে প্রান্ত সবার ছোট।
পরিবার সুত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল ৯ টার দিকে সেলুনে চুল কাটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় প্রান্ত। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা সেলুনসহ বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনদের বাড়িতে যোগাযোগ করেও ছেলের কোন সন্ধান পায়নি।
বাবা-মা জানায়, তার কাছে কোন মোবাইল ফোন ছিল না। ছেলেকে খুঁজে না পাওয়ার বিষয়টি সাঁথিয়া থানায় অবহিত করেছে তার পরিবার। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা-মাসহ পরিবারের সদস্যরা।
প্রতিবেশী ও সহপাঠিরা বলেন, প্রান্ত অত্যন্ত শান্ত ও সহজ-সরল প্রকৃতির। কলেজে পড়ালেখা করলেও তার কোন মোবাইল ফোন নাই। আসক্তি নেই পড়ালেখা ছাড়া অন্য কোন কিছুতে। এমন ছেলেটির নিখোঁজ হওয়ায় গ্রামবাসীও মর্মাহত। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা মা ছেলের সন্ধান পেতে আইন শৃংখলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে ০১৭৯১ ৬০৬২৪৩ অথবা ০১৭০৬ ০০৬৭৪৫ মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর