নিজস্ব প্রতিবেদক : পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম করোনামুক্ত হয়েছেন। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এর নমুনা রাজশাহী এবং সিরাজগঞ্জ পি সি আর ল্যাবে পাঠানো হলে পরবর্তী দুইটি টেস্ট নেগেটিভ হয়ছে। বর্তমানে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএম শারীরিক ভাবে সুস্থ আছেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম কোভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হন। তবে তার শরীরে বিশেষ কোন উপসর্গ না থাকায় তিনি পুনরায় নমুনা পরীক্ষা করান।