নিজস্ব প্রতিবেদক : পাবনায় নতুন করে ৩৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে পাবনা সদরে ৩০ জন, সুজানগরে ০৩ জন ও ঈশ্বরদীতে ০২ জন৷ এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২৪৭ জন৷ পাবনা জেলায় কিছু এলাকা বিশেষ করে সদরে ব্যাপক হারে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে ৷ বর্তমান পাবনা সদর করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। এখানে আক্রান্ত ১৪৩ জন, দ্বিতীয় অবস্থানে সুজানগর উপজেলা। এখানে আক্রান্ত ৩৬ জন, এ ছাড়া ঈশ্বরদীতে ১৮, জন, আটঘরিয়ায় ১১ জন, সাঁথিয়ায় ১৬ জন ও ভাঙ্গুড়ায় ১২ জন চাটমোহরে ০৬ জন, ফরিদপুরে ০৪ এবং বেড়ায় ০১ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনা সংক্রমনের বিস্তার রোধে পাবনা জেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।
পাবনা সদর ও সুজানগর উপজেলাকে রেড জোন, ঈশ্বরদী, আটঘরিয়া এবং ভাঙ্গুড়া উপজেলাকে ইয়োলো জোন, বেড়া, সাঁথিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলাকে গ্রীন জোনে ভাগ করা হয়েছে।
জনসংখ্যা অনুপাতে করোনা আক্রান্তের হার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।