Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছ থেকে প্রশংসা পত্র পেলেন সাঁথিয়ার এসি (ল্যান্ড) ফায়সাল রায়হান

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার করোনা সংক্রমণ প্রতিরোধ অগ্রণী ভূমিকা রাখায় উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়সাল রায়হান এর ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটোওয়ারী। করোনাকালে তার একনিষ্ঠ দায়িত্ব পালনের জন্য তার প্রশংসা করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব। জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সুপারিশ ( ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটোওয়ারী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, এ স্বীকৃতি নতুন কাজের জন্য আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি সামনে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ সারা বিশ্ব বিপদগামী ঠিক তখনই সাঁথিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ফায়সাল রায়হান। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতিস্বরুপ এসি (ল্যান্ড)কে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর