তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার করোনা সংক্রমণ প্রতিরোধ অগ্রণী ভূমিকা রাখায় উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়সাল রায়হান এর ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটোওয়ারী। করোনাকালে তার একনিষ্ঠ দায়িত্ব পালনের জন্য তার প্রশংসা করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব। জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সুপারিশ ( ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটোওয়ারী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান বলেন, এ স্বীকৃতি নতুন কাজের জন্য আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি সামনে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ সারা বিশ্ব বিপদগামী ঠিক তখনই সাঁথিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ফায়সাল রায়হান। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতিস্বরুপ এসি (ল্যান্ড)কে অভিনন্দন জানিয়েছেন।