তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি মাদক সম্রাট সোবাহান নিহত হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পাড় করমজা কবরস্থান এলাকায় এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। নিহত মাদক ব্যবসায়ী উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত আ. রশিদের ছেলে।
পুলিশের দাবী সে পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় ১১ টি মাদকের মামলা রয়েছে।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে পার করমজা এলাকা থেকে মাদকের এক বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ওসি আসাদুজ্জামান এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযানে গেলে উপজেলার পাড় করমজা কবরস্থান এলাকায় পৌঁছা মাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পরে পুলিশ আত্মারক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় উভয় পক্ষের বেশ কিছু সময় কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে সোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার সকাল ৬ টার দিকে মারা যায়। এসময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন, একটি ওয়ান শাটারগান, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।