Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

পাবনার ফোল্ডারখ্যাত কবি ইদ্রিস আলী আর নেই

শেয়ার করতে এখানে চাপ দিন

শাহিনুর রহমান শাহিন : পাবনার ফোল্ডারখ্যাত কবি ইদ্রিস আলী আর নেই। তিনি একজন সাদামনের পরোপকারী মানুষ ছিলেন। আজ রবিবার (২১ জুন) বেলা তিনটায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শােকের ছায়া নেমে এসেছে।
অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী পাবনা জেলার অনেকের প্রিয় মানুষ ইদ্রিস আলী পাবনার দক্ষিণ রাঘবপুরে তার নিজ বাসায় মারা গেছেন। ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর তিনি নিজের সম্পাদনায় ‘ফোল্ডার’ কবিতাপত্র প্রকাশ করেছেন। সাহিত্যপ্রাণ ইদ্রিস আলী এই কবিতাপত্র নিজেই পাঠকদের মাঝে বিলি করতেন। পাবনার সাহিত্য-সংস্কৃতির বেশিরভাগ কর্মকান্ডে তিনি স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করে এসেছেন।
পাবনা সাহিত্য অঙ্গনে তার সম্পাদনায় ফোল্ডার সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে অনেক নতুন কবি, গল্পকারকে তুলে এনেছেন। নিঃস্বার্থ ও সাদা মনের মানুষ হিসেবেও পাবনায় তার পরিচিতি রয়েছে। পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামে ১৯৬২ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন থেকেই কবিতা, গান ও নাটক লিখছেন। দীর্ঘ ৩৪ বছর ‘ফোল্ডার’ নামে একটি কবিতাপত্র নিজ সম্পাদনায় প্রকাশ করছেন। বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লিখছেন। পেশাগত জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজে ‘সহকারী লাইব্রেরীয়ান’ হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত ব্যস্ততার মাঝেও নিরলস সাহিত্য চর্চায় জড়িত ছিলেন।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ ভাই, ২ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ এশা দক্ষিণ রাঘবপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। জানা যায়, তিনি দীঘদিন লিভার সিরোসিসে ভূগছিলেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর