Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি ফিরোজ কবির

শেয়ার করতে এখানে চাপ দিন

শেখ রুবেল আহমেদ, সুজানগর প্রতিনিধি : নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহাম্মেদ ফিরোজ কবির। এ সময় তিনি সাতবাড়িয়া থেকে নাজিরগঞ্জ নদী অঞ্চল পরিদর্শন করে বলেন, নদী ভাঙ্গন দ্রুত প্রতিরোধ করতে না পারলে সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে। এজন্য তিনি দ্রুত নদীভাঙ্গন প্রতিরোধ কাজ যেন শুরু হয় স্থানীয় জনপ্রশাসনকে দায়িত্ব দিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, পাবনা জেলা চারপাশে রয়েছে পদ্মা-মেঘনা-যমুনাসহ একাধিক নদী। এর মধ্যে সুজানগর উপজেলার পাশ দিয়ে রয়েছে সবচেয়ে বড় পদ্মা। প্রতিবছরই হাজার হাজার একর জমি নদীতে বিলীন হয়ে যায়। এজন্য অত্র এলাকার নদী অঞ্চলে যারা বসবাস করেন প্রতি বছরই কৃষি আবাদি জমিসহ কৃষিপণ্য নদীতে বিলীন হয়ে যায়। তাই তিনি বলেন, দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ করতে না পারলে এবারও সুজানগর উপজেলার চাষীরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে। এজন্য নাজিরগঞ্জ থেকে শুরু করে কাজিরহাট পর্যন্ত দ্রুত নদীভাঙ্গন সংস্কার কাজ করতে হবে এবং দায়িত্বে থাকা কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর