শাহিনুর রহমান শাহিন : পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহী ল্যাব থেকে ৩১ এবং ঢাকা থেকে ২৬ জনের শরীরে এই রিপোর্ট পাওয়া যায়৷ নতুন ৫৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জন।
রাজশাহী ও ঢাকা ল্যাব মিলে গত ২৪ ঘন্টায় কতটি নমুনা পরীক্ষা করা হয়েছে তা এ খবর লেখা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা সম্ভব হয়নি। তবে রাজশাহীতে ৩১ জন এবং ঢাকায় ২৬ জন মোট ৫৭ জন নতুন করে পাবনায় পজেটিভ রুগী শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।
উল্লেখ্য, পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এ পর্যন্ত জেলায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।