Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় নতুন করে চারজন শনাক্ত

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁন, বেড়া : পাবনার বেড়া উপজেলায় মা ও মেয়েসহ নতুন করে চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে এ উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়ালো। তবে এর আগে শনাক্ত হওয়া একমাত্র রোগী গত ২০ দিন আগেই সুস্থ হয়ে ওঠায় এতদিন বেড়া উপজেলা করোনামুক্ত ছিল বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাজশাহী ল্যাব থেকে গত মঙ্গলবার (২৩ জুন) পাওয়া প্রতিবেদন অনুযায়ী বেড়া পৌর এলাকার আলহেরানগর মহল্লার মা তাসলিমা আক্তার (৪২) ও মেয়ে তাজরি আক্তার (১৫) করোনা পজিটিভ হয়েছেন। এ ছাড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের হাসান আলী (২৪) করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে এনায়েতপুর থানার মোকসেদুল ইসলামেরও (২৪) করোনা শনাক্ত হয়েছে। গত ১৪ জুন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার সময় তিনি বেড়া বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করছিলেন। তবে এখন তিনি তাঁর নিজ বাড়ি এনায়েতপুরে অবস্থান করছেন।
বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, তাসলিমা আক্তার ও তাজরি আক্তারের নমুনা ১৬ জুন এবং হাসান আলীর নমুনা ১৭ জুন সংগ্রহ করা হয়েছিল। নমুনা সংগ্রহের সময় চারজনেরই করোনার উপসর্গ ছিল। কিন্তু এখন তাঁদের কারো শরীরেই তেমন উপসর্গ নেই। বেড়া উপজেলায় বাস করা তিনজনের বাড়িতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে লকডাউন নিশ্চিত করে এসেছেন। তাঁদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা সন্দেহে এ পর্যন্ত ১০৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ৯১ জনের ফলাফল পাওয়া যায়। তাতে মোট শনাক্ত হলেন পাঁচজন।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী জানান, করোনায় আক্রান্ত দুইটি বাড়িই লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য খাবার সরবরাহ করা হয়েছে। তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হবে। তাদের পরিবারের সবাই সুস্থ আছেন ও অন্য কারো করোনার কোন লক্ষণ দেখা যায়নি। আক্রান্ত ব্যক্তিরা শারীরিকভাবে সুস্থ আছেন বলে তিনি জানান।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর