Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

বেড়ায় অবৈধ বালু বহনের দায়ে দুই ট্রাকচালককে জরিমানা

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি : পাবনা বেড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে ট্রাকে করে তা যমুনা নদীর তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে বহন করায় ভ্রাম্যমাণ আদালত দুজন ট্রাকচালককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল (বুধবার ২৪ জুন) দুপুর ১১টার দিকে উপজেলার যমুনাপারের পেঁচাকোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবৈধ বালু তোলার ফলে উপজেলার কয়েকটি গ্রামে নদীভাঙন দেখা দেওয়ার পাশাপাশি তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন গনম্যাধমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালালেও বালু তোলা পুরোপুরি বন্ধ হচ্ছে না। ট্রাকে করে বালু বহন করায় সম্প্রতি পেঁচাকোলা এলাকার যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
অভিযোগের ভিত্তিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত গঠন করে উপজেলার পেঁচাকোলা এলাকায় অভিযান চালান। এ সময় তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে ট্রাকে করে বালু বহনের অভিযোগে কালাচাঁদ মিয়া (৩৫) ও আব্দুস সবুর (৪০) নামের দুজন ট্রাকচালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কালাচাঁদ মিয়াকে ২৫ হাজার ও আব্দুস সবুরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, হাতেনাতে দুই ট্রাকচালককে আটক করে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু তোলার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর