গোলাম মাহবুব, আমিনপুর থানা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাঁধেরহাট চৌরাস্তা মোড়ে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করে।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বকুল ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারী।
সভাপতির বক্তব্যে মো. নুরুল ইসলাম মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা সংকটে মানুষের পাশে অতিতে দাঁড়িয়েছে এবং বর্তমানেও দাঁড়াচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।