শিকদার সোবহান, কাজীরহাট : করোনা আসার পর থেকে মানুষের চাকুরী হারানোর ভয় দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ঢাকায় যারা প্রাইভেট ফার্মে চাকুরী করেন। করোনার ফলে মানুষের জীবন নিয়ে যেমন চিন্তিত তেমনি কর্ম নিয়েও চিন্তিত মানুষ এখন। স্ত্রী, দুই সন্তান ও পিতা-মাতা নিয়ে আব্দুর রাজ্জাকের সংসার। ঢাকায় গার্মেন্টসে (সোয়েটার কারখানায়) চাকুরী করতেন। করোনা আসার পর চাকুরী নেই। জীবন সংগ্রামে যখন অস্থির, ঠিক তখন এলাকার কিছু সুশীল লোকের পরামর্শক্রমে বাড়ির পাশেই দোকান দিলেন। কথা হয় আব্দুর রাজ্জাকের সাথে। তিনি বলেন “আলহামদুলিল্লাহ্ আজ এক সপ্তাহ হল দোকান দিয়েছি, ভালই চলছে। ঢাকার চেয়ে নিজ বাড়িতে পরিবার নিয়ে ভালই আছি। বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা হতে হবে। তৈরি করতে হবে নতুন কর্মসংস্থান। মো. রেজাউল করিম দীর্ঘ ১৫ বছর সিংগাপুর ছিলেন। করোনার পূর্বে দেশে এসেছিলেন বেড়াতে। এখন আর যেতে পারছেন না। কোন উপায় না দেখে বাধেঁরহাটে স্যানিটারি ও ইলেক্ট্রনিক্সের দোকান দিয়েছি।