Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় বাদামে লাভের মুখ দেখছে কৃষক

শেয়ার করতে এখানে চাপ দিন

অলোক কুমার আচার্য, বিশেষ প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীরবর্তী চরগুলোতে প্রতি মৌসুমেই প্রচুর বাদাম চাষ হয়ে থাকে। অন্য ফসলের চেয়ে বাদাম লাভজনক হওয়ায় কৃষকরা বাদাম চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা গেছে, বেড়ার চরাঞ্চলে প্রতিবছর প্রচুর বাদামের আবাদ হয়ে থাকে। এবার উপজেলার আটটি ইউনিয়নের এক হাজার ৩৬০ হেক্টর জমিতে বাদামের আবাদ করা হয়েছে। এসব বাদাম এখন নাকালিয়া বাজারসহ বিভিন্ন বাজারে পাইকারী দরে বিক্রি হচ্ছে।
কৃষকেরা জানান, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করে প্রায় একমাস ধরে কৃষকেরা চরের বালুমিশ্রিত জমিতে বাদাম আবাদ করে থাকেন। আর সেই বাদাম জমি থেকে তোলা শুরু হয় মে মাসের শেষ সপ্তাহ থেকে। সাধারণত জুনের শেষ সপ্তাহের মধ্যে সব বাদাম কৃষকের ঘরে উঠে যায়। চলতি মৌসুমে প্রচুর বাদাম উৎপাদিত হয়েছে। প্রতি মণ বাদাম দুই হাজার পাঁচশ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকারদের কাছ থেকে বাদাম কিনে বেড়া উপজেলার খুচরা বিক্রেতারা তা কিনে নিয়ে যাচ্ছেন।
সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার মাসুমদিয়া, রূপপুর, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের কয়েকটি চরাঞ্চলে গিয়ে দেখা যায় এসব এলাকায় প্রচুর বাদাম উৎপাদন হয়েছে। বাদাম ঘিরেই তারা স্বপ্ন দেখছে। সেসব জমি থেকে কৃষক পরিবারের নারী, শিশুসহ সব সদস্য মিলে বাদাম তুলে নৌকায় করে পাড়ে নিয়ে বাদাম ছাড়াচ্ছেন। আবার কোথাও কোথাও তাঁরা জমির পাড়ে শুকনা স্থানে বাদামগাছ থেকে বাদাম ছাড়াচ্ছেন। আবার কোথাও বাদাম হাটে পৌছে দেয়া হচ্ছে। রূপপুর ইউনিয়নের বাদামচাষি শরীফ জানান, তিনি নয় বিঘা জমিতে বাদামের আবাদ করেছিলেন। হাটুরিয়া নাকালিয়া বাজারে গিয়ে দেখা যায়, হাটে নতুন বাদাম উঠেছে। বাদামের ভালো দাম পাওয়ায় সবাই আনন্দিত।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর