তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ৬৪০০ প্যাকেট নকল ওরস্যালাইনসহ তোফাজ্জল (৩৩) নামে একজন কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন- ২০২০) রাতে কাশিনাথপুর বাজার তিনমাথা মোড়ে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি চক্র কাশিনাথপুরসহ আশপাশের বাজারে নকল ওরস্যালাইন সাপ্লাই দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নির্দেশে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল আহমেদের নেতৃত্বে কাশিনাথপুর বাজার এলাকা থেকে ১৬ কার্টুন নকল ওরস্যালাইনসহ একজনকে আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩২ হাজার টাকা।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৬৪০০ প্যাকেট নকল ওরস্যালাইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।