শাহিনুর রহমান শাহিন : পাবনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহী ল্যাব থেকে এই রিপোর্ট পাওয়া যায়৷ নতুন আক্রান্তদের মধ্যে আট জন পাবনা সদর ও পাঁচজন সুজানগর উপজেলার বাসিন্দা৷ এই ১৩ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে৷ জেলায় সদর উপজেলা করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান৷ এখানে আক্রান্ত ২৫৪ জন। দ্বিতীয় অবস্থানে সুজানগর এখানে আক্রান্ত ৫৭ জন। এ ছাড়া ঈশ্বরদীতে ২৯ জন, আটঘরিয়ায় ২১ জন ভাঙ্গুড়ায় ১৯ জন, চাটমোহরে ১২ জন, সাঁথিয়ায় ২৪ জন, ফরিদপুরে ৬ এবং বেড়ায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে শুক্রবার পাবনার ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ১৩ জন পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ।
সিভিল আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩২ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে । এ পর্যন্ত পাবনায় করোনায় আট জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর আজ জেলায় ৪২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।