শেখ রুবেল আহমেদ, সুজানগর উপজেলা প্রতিনিধি : গত ১৭ বছরেও মেরামত করা হয়নি নাজিরগঞ্জ থেকে আমিনপুরের এই প্রধান সড়কটি। নাজিরগঞ্জ থেকে বাদাই-এর ভেতর দিয়ে যে সড়কটি গিয়েছে গত ১৭ বছরেও মেরামত করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সাধারণ মানুষের এই সড়ক দিয়েই নিত্যদিনের কৃষিপণ্য বিভিন্ন হাট-বাজারে ক্রয়-বিক্রয় করে থাকেন এই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার মন পিঁয়াজ ধান-পাটসহ নানান ফসলাদি বিভিন্ন হাটে অত্র এলাকার কৃষকেরা বিভিন্ন পরিবহন করে হাট-বাজারে নিয়ে যে বিক্রি করে থাকেন। কিন্তু দেড় যুগ হল এই সড়কের কোন মেরামতের কাজ করেনি বলে স্থানীয় সাধারণ মানুষ নেতাকর্মীদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে থাকেন। অনেকেই বলে থাকেন যে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন একবার এই রাস্তার সংস্কার কাজ করা হয়েছিল এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর কখনো এই রাস্তার কোন মেরামত করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার পরে অত্র পাবনা-২ আসনের নির্বাচিত এমপি হন এয়ার ভাইস মার্শাল একে খন্দকার যিনি পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায় এই রাস্তায় কোন মেরামতের কাজ করেননি এরপর নির্বাচিত হন খন্দকার আজিজুল হক আরজু তিনিও পাঁচটি বছর অত্র এলাকার সংসদ সদস্য দায়িত্ব পালন করলেও তিনি এই রাস্তার মেরামত কাজ করেননি। এরপরে আবারও আওয়ামী লীগ থেকে নমিনেশন পান আহমেদ ফিরোজ কবির। তিনি বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণায় কথা দিয়েছেন এই রাস্তাটি সংস্কার করা হবে কিন্তু সেটাও প্রায় দেড় বছর হয়ে গেল এখন পর্যন্ত রাস্তার কোন সংস্কারের কাজ করেন নি। এলাকার কৃষক ও সাধারণ মানুষ জানান, এই রাস্তা দিয়ে আগে ১০ মিনিট পরপর বিভিন্ন পরিবহনের গাড়ি যাতায়াত করতো এতে করে কৃষিপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা খুব সহজ হতো কিন্তু এই রাস্তাটি বর্তমান এমন দশা হয়েছে যে বাহির থেকে কোন ক্রেতা এখন আর এই এলাকায় পিয়াজ বা ধান কিনতে আসেন না এতে করে বিভিন্ন সময় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অত্র এলাকার পিয়াজ এবং ধান চাষে কৃষকদের এবং কেউ গুরুতর অসুস্থ হলে জরুরী এম্বুলেন্স এই রাস্তা দিয়ে আসতে চায় না রাস্তার এমন বেহাল দশা হয়েছে যে মাঝে মাঝে গর্ত হয়ে পানি ভরাট হয়ে থাকে এবং কিছু কিছু জায়গায় গাড়িগুলোর একসেল ভেঙে যায় যে কারণে কোন এন্ড ব্যালেন্স এবং প্রাইভেট কার এই রাস্তা দিয়ে আসতে চায়না আগে যেখানে নাজিরগঞ্জ থেকে কাশিনাথপুর যাইতে ১৫ থেকে ২০ টাকায় কৃষকরা হাট-বাজার করতে পারত, এখন সেখানে রাস্তার বেহাল দশা হওয়ায় ১০০ টাকা বা মাঝে মাঝে রিজার্ভ সিএনজি নিয়ে প্রায় ৩০০ টাকার মতো ভাড়া লেগে যাচ্ছে এতে করে সাধারণ মানুষের মধ্যে নানান সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান অত্র এলাকার সাধারণ জনগণ এবং সাধারন জনগন বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।