শেখ রুবেল আহমেদ, সুজানগর উপজেলা প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পাবনার পরেই সুজানগর উপজেলার অবস্থান। প্রতিদিনই চার থেকে পাঁচজন করে রোগী শনাক্ত হচ্ছে। গত ৬ জুন থেকে সুজানগর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হলেও আক্রান্ত সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়নি। শুধুমাত্র সুজানগর পৌর বাজারকে রেড জোন ঘোষণা করা হয়, কিন্তু উপজেলার অধিকাংশ হাট-বাজারে মানুষ অসচেতনভাবে চলাফেরার কারণেই আক্রান্তের হার লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এ উপজেলার উপজেলার মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো চিন্তাই যেন নেই। কারো কোন মাথা ব্যথা সবাই যেন ঈদের আমেজ এর মতোই হাটবাজারসহ চায়ের দোকানে গল্প-গুজবে মেতে থাকেন প্রায় অধিকাংশ সময় তারই ধারাবাহিকতায় প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে শুক্রবার নতুন করে ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। যাদের সবাই সুজানগর পৌর এলাকায় বসবাস করে থাকেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন- পারভেজ (২২), সাদ্দাম হোসেন (৩০), আবু বকর (৬৫), স্বর্ণা রানী (৩৭) ও তার ছেলে
সার্থক সাহা (১৭)।