নিজস্ব প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ আবারও বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহে ঈশ্বরদীতে সংগৃহীত ছয় শতাধিক নমুনা এখনও রাজশাহী বা ঢাকায় পাঠানো সম্ভব হয়নি। নমুনাগুলো এখনও হাসপাতালেই রয়ে গেছে।
নমুনা সংগ্রহের জন্য সরকারি এ্যাম্পুল ও স্টিক এখনও আসেনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত এ্যাম্পুল ও স্টিক দিয়েই নমুনা সংগ্রহ করা হচ্ছিল।
ঈশ্বরদীতে করোনার নমুনা পরীক্ষা ও নমুনা সংগ্রহ সংক্রান্ত এসব সমস্যার কথা জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান।
তিনি জানান, রাজশাহী ও ঢাকা ল্যাবে করোনা পরীক্ষা অতিরিক্ত চাপের কারণে পরীক্ষা বিলম্ব হচ্ছে। তারা পূর্বেরগুলো পরীক্ষা শেষ না করে নতুন নমুনা নিচ্ছে না। এছাড়াও পরীক্ষার কিট সংকটও হতে পারে। এ কারণে গত ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এক সপ্তাহে ছয় শতাধিক সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ যাবৎ প্রায় ১,৮০০ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এরমধ্যে ১,১৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাপ্ত রিপোর্টে ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আরও ছয় শতাধিক নমুনা সংগ্রহে রয়েছে। যা এখনও পাঠানো সম্ভব হয়নি।