Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় সন্ত্রাসী ভাড়া করে জমি দখলের চেষ্টা, ৭টি মোটর সাইকেল আটক

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বিরোধকৃত জমির বাঁশের ঝাড় দখল নেয়ার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ভারাটিয়া সন্ত্রাসী বাহিনীর ৭টি মোটরসাইকেল আটক করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খয়ের বাড়িয়া গ্রামে।
জানা যায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের হাচেন আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে সাকেন মোল্লাদের প্রায় ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি প্রতিপক্ষ সাকেন মোল্লা দাবী করে তার ওয়ারিশগণ মামলা করেন। বিজ্ঞ আদালত ওই জমি হাচেন মোল্লা ও তার ওয়ারিশদের নামে রায় দেন। পূনরায় সাকেন মোল্লা গং ওই রায়ের বিপক্ষে সানি মামলা করলে সেটাতেও হাচেন মোল্লা গ্রুপের পক্ষে রায় দেন আদালত। রায় পেয়ে হাচেন গং তাদের ওয়ারিশদের মাঝে বাটোয়ারা করেন এবং যথারীতি খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছেন। এ নিয়ে সোমবার সাঁথিয়া থানায় এক শালিশী বৈঠাকে হেরে গিয়ে মঙ্গলবার সাকেন গং প্রায় ৪০-৫০জন ভাড়াটিয়াদের নিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করে এবং বাঁশ কাটতে থাকে।
এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটর সাইকেল আটক করেন। এলাকাবাসীর ধারণা যে কোন মহুর্তে এ জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাছেন মোল্লার ওয়ারিশ আব্দুল মালেক বলেন, আমরা ওয়ারিশগণ আদালতের রায় পেয়ে ওই জমির খাজনা খারিজ করে ভোগ দখল করছি। অথচ তারা গতকাল ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখলের চেষ্টা করে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বিবাদমান দুগ্রুপের জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল থেকে ৭টি মটর সাইকেল আটকের বিষয়ে বলেন, কে বা কারা কোন কারণে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছিল বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর