শাহিনুর রহমান শাহিন : পাবনার কাশিনাথপুরে বুধবার (১ জুলাই) করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের একজন কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আওয়াল (৬০), আরেকজন জনতা ব্যাংক কাশিনাথপুর শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাধারমন বর্মণ (৬৫)।
মৃত আব্দুল আওয়ালের বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাবুপাড়া গ্রামে এবং রাধারমন বর্মণের বাড়ি বেড়া উপজেলাধীন কাশিনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হরিদেবপুর গ্রামে।
আব্দুল আওয়ালের স্বজনরা জানান, তিনি দশ-বার দিন ধরে জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আগে থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। বুধবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে রাধারমন বর্মণের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই হাঁপানি ও ডায়াবেটিস ছিল তার। এর ওপর তিন-চার দিন ধরে তিনি জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার দুপুরে হাসপাতালে নেবার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার (২৭ জুন) দুপুরে জ্বর, সর্দি–কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কাশিনাথপুর মাস্টারপাড়া গ্রামে জিল্লুর রহমান সোহেল (৪৫) নামের এক ব্যক্তি এবং রোববার (২৮ জুন) কাশিনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুনীল শাহ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মারা যান। মাত্র চার দিনের ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে কাশিনাথপুরে চার জনের মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র কাশিনাথপুরে প্রশাসনের কড়া নজরদারী প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন মানুষ।