শেখ রুবেল আহমেদ, সুজানগর উপজেলা প্রতিনিধি : পাবনা জেলার এক গুরুত্বপূর্ণ উপজেলার নাম সুজানগর উপজেলা। যে উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা-যমুনা-আত্রাই নদী। প্রতিবছরই সুজানগর উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম নদীতে ফসলী জমিসহ বাড়ি ঘর ভেঙে বিলীন হয়ে যায়। প্রতিবছরই এটা নিয়ে বিভিন্ন সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করে থাকে। কিন্তু ফলাফল একই। ভালো কিছু হয় না। বুধবার (১ জুলাই) পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলার সাতবাড়িয়া থেকে নাজিরগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্ট শ্যামনগর, গুপিনপুর, মাজপাড়া, রাইপুর, মালিফা এবং হাট-মালিফার নদী ভাঙন কবলিত এলাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছেন এবং নদী ভাঙ্গন রোধে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।