নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে নাকাল জনজীবন। বেশি অসহায় গ্রাম অঞ্চলের জনসাধারণ। শুক্রবার সকাল ১০ টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ৪০০ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জিআর চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ কার্যক্রম পরিচালনা করেন মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিরোজ হোসেন।
মাসুমদিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য ও ১০জন সেচ্ছাসেবী সদস্যের মাধ্যমে সামাজিক দুরুত্ব বজায় রেখে সুন্দরভাবে ২০ কেজি চাউল ও আলু দেওয়া হয়। মাসুমদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০০টি পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এ সময় মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান জনাব মিরোজ হোসেন বলেন” দেশের এ দূঃসময়ে দলমত, হিংসা-বিদ্বেষ সব ভেদাভেদ ভুলে আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে সাহায্য করা।