তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : শনিবার (৪ জুলাই) দুপুরে সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২’শ পিস ইয়াবা ও ব্যবহৃত সিএনজিসহ মাদক ব্যবসায়ী আকবার আলী সবুজ (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সবুজ বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাঁথিয়া ইসলামী ব্যাংকের সামনে মাধপুর থেকে বেড়া গামী সিএনজি আটক করে তল্লাসী চালায়। এ সময় ১২’শ পিস ইয়াবা ও ব্যবহৃত সিএনজি উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আকবর আলীকে গ্রেফতার করে। সাঁথিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ১২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের সাঁথিয়ায় মাদক ব্যবসার সুযোগ হবে না। মাদক বহনকারীরা সাঁথিয়ায় ডুকলেই তাদের গ্রেফতার অব্যাহত থাকবে।