তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : গত শুত্রবার দিনগরাতে ধুলাউড়ি-আতাইকুলা সড়কের মাদার বাড়ি নামকস্থানে সিএনজিতে ছিনতাইকালে টহল পুলিশ হাতে-নাতে কুতুব নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। কুতুব উপজেলার মাদারবাড়ি গ্রামের মনছের প্রামানিকের ছেলে।
জানা যায়, গত শুক্রবার দিনগত রাতে ধুলাউড়ি থেকে একটি সিএনজি আতাইকুলার দিকে যাওয়ার সময় ধুলাউড়ি-আতাইকুলা সড়কের মাদারবাড়ি নামকস্থানে পৌছামাত্রই ৩/৪ জন ছিনতাইকারী রাস্তায় বেরিকেট দেয়। এসময় ধুলাউড়ি ফাড়ির ইনচার্জ সরোয়ার হোসেন সঙ্গী ফোর্সসহ টহল দিতে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে কুতুব আলী নামের একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ছিনতাই মামলা হয়েছে।