Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

আমিনপুরে কুরবানির গরু নিয়ে চিন্তিত খামারীরা

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কয়েক দিন পর মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল আযহা। আর ঈদ-উল আযহাকে সামনে রেখে দেশের ছোট বড় গরুর খামারী, প্রান্তিক কৃষকরা ব্যস্ত সময় পার করছে গরু পরিচর্চা নিয়ে। পিছিয়ে নেই পাবনার বেড়া উপজেলার আমিনপুর অঞ্চল। তবে করোনার কারণে শেষ সময়ে চিন্তিত খামারীরা। যদিও এখন গরুর নিয়মিত যত্ন নিয়ে ব্যস্ত বেশিরভাগ খামারী। খামারীরা আতংকিত করোনা নিয়ে এবং এলএসডি রোগ নিয়ে। কথা হয় আমিনপুর থানার দয়রামপুর গ্রামের “নাইওর” ফার্মের মালিক আলহাজ্ব আব্দুল আওয়াল সাহেবের সাথে। তিনি বলেন “ঈদকে সামনে রেখে আমি বেশ কিছু গরু রেখেছি। গো খাদ্যের মূল্য বৃদ্ধি, করোনা এবং এলএসডি রোগের কারণে কুরবানি ঈদ খামারীদের জন্য কঠিন হবে বলে মনে হয়। হাট কম থাকায় গরু বিক্রি নিয়ে সন্দেহ আছে। কুরবানি আগের তুলনায় কম হতে পারে। তবুও আমরা আশাবাদী দেশের বাইরে থেকে গরু না আসলে খামারীরা লাভবান হবেন”।
উল্লেখ্য, এ বছর করোনার কারণে গো খাদ্যের মুল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা ও আগাম বন্যার ফলে গরুর চাহিদার তুলনায় রিজার্ভ আছে। এর নেতিবাচক প্রভাব এবার কুরবানির ঈদে পড়বে। আর যদি সরকার থেকে জোড়ালোভাবে গরু আমদানি বন্ধ করতে পারে, তবে এ সেক্টরের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। পুরান মাসুমদিয়া গ্রামের বিসমিল্লাহ্‌ এগ্রো ফার্মের মালিক মাসুম শিকদার বলেন, “কুরবানিকে টার্গেট করে ক্ষুদ্র খামারীরা ও প্রান্তিক কৃষকরা বহু বছর আগে থেকে গরু লালন পালন করে থাকেন এবং ভাল মুনাফা পেয়েছেন। যা গ্রামের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এবার করোনার ফলে প্রান্তিক গরু বিক্রতা যদি গরু বিক্রি করে লাভ করতে না পারেন, তবে তাদের পক্ষে খামারের ব্যয় বহন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, সরকার যদি বিশেষ প্রণোদনা বা বিনা সুদে ঋণ প্রদান করেন, তাহলে প্রান্তিক গরু চাষিদের টিকে থাকা সম্ভব।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর