বেড়া প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় পাবনার বেড়া উপজেলার কৈটোলা ও চাকলা ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী বিতরন করলেন পাবনার কৃতি সন্তান রেলপথ মন্ত্রণালয় সচিব সেলিম রেজা।
রোববার (৫জুলাই) সকাল সাড়ে দশটায় এ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
এ সময় সচিব সেলিম রেজা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরনে অনিয়ম করলে সে যত ক্ষমতাশালী হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। সবাইকে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এই দুর্য়োগকালীন দুস্থদের মাঝে সঠিক ভাবে ত্রাণ বিতরনে সবার সহযোগিতা কামনা করেন। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে কৈটোলা ইউনিয়নে ১ শত ও চাকলা ইউনিয়নে ১ শত ৫৫ জন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ ও মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা প্রকৌশলী আব্দুল কুদ্দুস, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার আরিফ সজ্জ্যয়। কৈটোলা ইউপি চেয়ারম্যান শওকত হোসেন ও চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন নিজ নিজ ইউনিয়নে উপস্থিত ছিলেন।