Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান ‘মেমরী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে’ অর্ধলক্ষ টাকা অর্থদন্ড

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁন, বেড়া পাবনা : পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেমরী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে ও ফ্যাক্টরী সিলগালা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মেমরী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে এনএসআই সহকারি পরিচালক এটিএম কামাল এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম।
অভিযান সূত্রে জানা যায়, ফ্যাক্টরীতে বিএসটিআই এর অনুমোদন না থাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা, ময়লা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা, এছাড়াও ঘনচিনি স্যাকারিন দিয়ে খাবার তৈরি করা। খাবারের অনুপযোগী রং ব্যবহার করা, নোংরা ও ময়লা পরিবেশে খাবার প্যাকেটজাত করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৪২/৪৩ ধারা মোতাবেক ফ্যাক্টরীর মালিক ফজলুর রহমানকে ৫০ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়েছে।
এসময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রকমের বিস্কুট, কেক, ব্যবহারের অনুপযোগী তেল এবং বিস্কুটে ব্যবহার করা মেডিসিন, রং ইত্যাদি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন, বেড়া স্যানিটারি ইন্সপেক্টর আ. সালাম ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা।
এব্যাপারে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম বলেন, ঐ বেকারীর বিএসটিআই এর কোন অনুমোদন নেই, খাদ্য পণ্য নিষিদ্ধ করা অ্যামোনিয়াম সালফেক্ট ব্যবহার করার অপরাধে ভোক্তা মনিটরিং আইনে ফ্যাক্টরী মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ফ্যাক্টরী সিলগালা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর