Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর বেড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার অধিননগর নামক স্থানে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাজেম শেখ (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বেড়া পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লার বাসিন্দা।
বাড়ি থেকে নিখোঁজের একদিন পর রোববার (১২ জুলাই) সকালে তার লাশ পাওয়া গেল বলে পরিবার সুত্রে জানা গেছে।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে তাজেম শেখ (৬৫) এর সাথে ভাতিজা শহিদুল (৪৫) এর বিরোধ চলছিল। এ নিয়ে আপোস মীমাংসায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। বাড়িতে ঘর তুলা নিয়ে গত দুই দিন আগে তাজেম শেখের ছেলে আরমান (২৮) এর সাথে ভাতিজা শহিদুলের ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার (১১জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় তাজেম শেখ বাড়ি থেকে নিখোঁজ হয়। তার স্বজনেরা অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।
রোববার বেড়া পৌর এলাকার অধিননগর হুড়াসাগর নদী পাড়ে জাহাজ থেকে শ্রমিকরা সিমেন্ট নামানো কাজ করতে গেলে একটি গাছের সাথে লাশ ঝুলতে দেখে শ্রমিকরা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করে।
এ ব্যাপারে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া) শেখ জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে এ হত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছে। তদন্ত রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর