তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার কাশিনাথপুরে একটি ক্লিনিক থেকে নিজ নবজাতক সন্তানকে চুরি করেছে মোস্তাফা আহমেদ সাদ্দাম। সে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেড়া উপজেলার পাইকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে। তবে কয়েক ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধারসহ সাদ্দামকে আটক করে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাঁথিয়ার কাশিনাথপুর ক্রিসেন্ট হসপিতাল নামের একটি প্রাইভেট ক্লিনিকে।
সাঁথিয়া থানা পুলিশ জানায়, সাদ্দামের সাথে তার বউয়ের সম্পর্কটা ভালো যাচ্ছিল না, এর মধ্যে তার বউ বাচ্চা প্রসব করে। সাদ্দাম চাচ্ছিল না যে তার বাচ্চা তার বউয়ের কাছে বড় হোক। তাই নিজ নবজাতক সন্তানকে হাসপাতাল থেকে কৌশলে চুরি করে।
তিনি আরও বলেন, যতই তার নিজ সন্তান হোক এত ছোটো শিশু বাচ্চাকে তার মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে দূরে রাখা একটি মস্ত বড় অপরাধ। বিষয়টির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।