Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

আমিনপুরের নাটিয়াবাড়িতে এক সাংবাদিকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

শেয়ার করতে এখানে চাপ দিন

আমিনপুর প্রতিনিধি : আমিনপুর থানাধীন নাটিয়াবাড়ির রাজনারায়নপুর গ্রামে একটি রাইস মিলে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সাংবাদিক খাইরুজ্জামান কামালের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‌’রশিদ ডিলার রাইস মিলে’ এই চুরির ঘটনা ঘটে। এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খাইরুজ্জামান কামালের ছোট ভাই আসাদুজ্জামান হাসান জানান, চোর তালা ভেঙে ভেতরে ঢুকে সেলাই মেশিন, বৈদ‌্যুতিক ৪৪০ ভোল্ট তার, ১ মন ধান, লোহার কেজি পাথর মোট ৭৫ কেজি এবং বৈদুতিক মোটরের যন্ত্রপাতি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকার মতো।
তিনি জানান, আজ সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চুরির ঘটনা দেখতে পান জানিয়ে সকালেই এ নিয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে একইদিনে পার্শ্ববর্তী নগরবাড়ি ঘাটের বসন্তপুর ও প্রতাবপুর গ্রামের চার বাড়িতে চুরির ঘটনা ঘটে। অপরদিকে এর দুদিন আগে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের এলকে মডেল টাউনে আব্দুল বারেক নামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতেও চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, আমিনপুর থানাধীন বিভিন্ন গ্রামে গত ১ মাসে কমপক্ষে ১৩-১৪ টি চুরির ঘটনা ঘটলেও থানা পুলিশ এ ব্যাপারে কোন প্রদক্ষেপ গ্রহণ করছে না। পুলিশের নিষ্ক্রিয়তায় চুরি-ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়েই চলেছে। রাজনারায়নপুর গ্রামের এক স্কুল শিক্ষক অভিযোগে জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু বখাটে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। নেশার টাকা জোগাড় করতে অনেকেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে যুক্ত হচ্ছে।
চুরির ঘটনা প্রসঙ্গে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনউদ্দিন জানান, সাংবাদিক খাইরুজ্জামান কামালের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।
সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, চুরির এই ঘটনাটিকে আমি সাধারণভাবে দেখতে চাই না। এরচেয়েও বড় কোনো ঘটনা ঘটাতে পারে অপরাধীরা। তাই এখনই এটা দমন করতে হবে। পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে তৎপর হয়ে চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর