Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রকাশিত হলো পাবনার কবি আলাউল হোসেনের গীতিকবিতা নিয়ে গবেষণাগ্রন্থ

শেয়ার করতে এখানে চাপ দিন

গোলাম মাহবুব : পাবনার তরুণ কবি আলাউল হোসেনের গীতিকবিতা নিয়ে আলাউল হোসেনের গীতিকবিতা : গীতিময়তার বহুমাত্রিক পরিসর শিরোনামে একটি গবেষণাগ্রন্থ প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের (ভারত) বিশিষ্ট লেখক ও গবেষক ড. জীবনকুমার সরকারের গবেষণায় গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের কলি প্রকাশনী। গত ২০ জুলাই কলি প্রকাশনী বইটি সারাদেশে বাজারজাত শুরু করেছে বলে জানান প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মহির উদ্দিন কলি। রকমারীতেও আজ থেকে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক।

আলাউল হোসেনের জীবন ও কাব্যদর্শন নিয়ে আলোচনা করতে গিয়ে গবেষক প্রায় ৩০টি গীতিকবিতার উদ্ধৃতি তুলে ধরেছেন।

গবেষক ড. জীবনকুমার সরকার গ্রন্থটির ভূমিকায় বলেন, দেশভাগ-সীমান্ত-কাঁটাতারের বেড়া আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেও ভাষা-সংস্কৃতি-প্রেম কেড়ে নিতে পারেনি। আলাউলের গীতিকবিতা ও কাব্যদর্শন নিয়ে আলোচনা করতে করতে প্রতিটি মুহূর্তে যেন থোকা থোকা বাংলাদেশের ছবি দেখতে পেয়েছি। অনাবিল ওর গানগুলো পড়তে পড়তে শব্দ আর বিষয়ের মূর্ছনায় বিচিত্র সময়ের স্বর ও অন্তঃস্বরকে বুঝতে চেয়েছি। মুহূর্তের শিল্পায়ন কীভাবে সর্বকালের চিহ্নায়ক হয়ে ওঠে- এই সময়ের কবি ও গীতিকার আলাউলের মননঋদ্ধ গীতিকবিতা তার স্বাক্ষ্য বহন করে।

৩ ফর্মার এই গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সজিব খান এবং উৎসর্গ করা হয়েছে দুই বাংলার গীতিকবিদের।

গ্রন্থটির প্রকাশনা প্রসঙ্গে গীতিকার আলাউল হোসেন বলেন, ড. জীবনকুমার সরকার এই মাটির সন্তান, এই মাটিতেই তাঁর জন্ম। প্রায় ২০ বছর আগে তিনি ভারতে বসবাস শুরু করেছেন। এখনও বাংলাদেশে আসেন মাঝেমধ্যে। অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ তিনি। তিনি আমার মত অতি সাধারণের লেখা নিয়ে কাজ করবেন ভাবতে পারিনি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর