গোলাম মাহবুব : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মোল্লা। দিনব্যাপি এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু অনিল কুমার শাহ।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম মোল্লা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত দিন। আমরা এই দিনটাকে গভীর শোকের মাধ্যমে স্মরণ করি। এই উপলক্ষে আমার ইউনিয়নের গরিব অসহায় দুঃস্থ্য কিছু মানুষের মাঝে সামান্য ত্রাণ সহায়তা প্রদান করেছি এবং সর্বসাধারণের নিকট সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।”
বাবু অনিল কুমার শাহা বলেন, “যার জন্ম না হলে আজ বাঙালি জাতির জন্ম হতো না, তার শহিদ দিবসে আমরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে স্মরণ করছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।