Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে আ.লীগ নেতার চড়থাপড়!

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : তুচ্ছ ঘটনায় রতন নামের এক ভ্যানচালককে সবার সামনে চড়থাপড় মেরেছেন অষ্টমণীষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অষ্টমণীষা বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে।
নির্যাতিত ভ্যানচালক রতন অষ্টমণীষা ইউনিয়নের ঝাবঝবিয়া গ্রামের বাসিন্দা।
ভ্যানচালক রতন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো রতন তাঁর ভ্যানগাড়ি নিয়ে ভাড়ার জন্য অষ্টমণীষা বাজারের সিএসজি স্ট্যান্ড এলাকায় যান। সেখানে যানজট দেখা দিলে অন্য গাড়ির সঙ্গে রতনও রাস্তার ওপর ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অষ্টমণীষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। তিনি রাস্তায় যানজট দেখে রতনকে তাঁর ভ্যানটি দ্রুত সরাতে বলেন। ‘রাস্তার যানজট না ছুটলে ভ্যান কীভাবে সরাবে’ বলতেই তিনি রতনকে সবার সামনে চড়থাপড় মারতে থাকেন। এ সময় ভ্যানচালক রতন শুধু অবাক চোখে তাকিয়ে ছিলেন।
এ বিষয়ে নির্যাতিত রতন বলেন, ‘অন্যায়ভাবে একজন সম্মানী ব্যক্তি আমাকে মারধর করেছেন। কিন্তু আমি তাঁকে কিছুই বলতে পারিনি।’
এ বিষয়ে অষ্টমণীষা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার বলেন, ‘সে ভ্যান নিয়ে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিল। তাই তাকে ভ্যান থেকে টেনে নামানো হয়েছে। তবে কোনো মারধর করা হয়নি।’

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর