Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারপিট, ছাত্রলীগের সেক্রেটারি আটক

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া প্রতিনিধি : সরকারের উন্নয়ন কাজে বাধা এবং চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মারপিট করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হাসিবুল খান ছানাকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের কাছে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হাসিবুল খান ছানা বেশকিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকিসহ নানাভাবে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান করছিল। তার চাহিদা পূরণ না করায় শনিবার বিকেলে এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

ওসি জানান, এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হামলার শিকার প্রল্লাদ কুমার বলেন, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই ছানা মাঝে মাঝেই চাঁদা দাবি করে। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেয়। এর আগেও সে জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়েছে। শনিবার ছানা শত শত মানুষের সামনে প্রকাশ্যে আমাকে পিটিয়েছে। এ ব্যাপারে এম এম বিল্ডার্স কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ছানার বিরুদ্ধে ভূমিদখল, জলমহাল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ঘনিষ্ঠ ও স্নেহভাজন পরিচয় দিয়ে এসব অপকর্ম করায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করে না বলে জানান স্থানীয়রা।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর