ঈশ্বরদী প্রতিনিধি : বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৬৪ জন যাত্রীর কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ব্লক চেকিং অভিযান চলানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় (ভারপ্রাপ্ত) বাণিজ্যিক কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় পাকশি বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী জংশন স্টেশনে ব্লক চেকিং-খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ নম্বর কপোতাক্ষ এক্সপ্রেস, গোবরা- রাজশাহীগামী ৭৮৪ নাম্বার টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-চিলহাটিগামী ৭২৭ নম্বর রূপসা এক্সপ্রেস, চিলাহাটি- খুলনাগামী ৭২৮ নম্বর রুপসা এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী ৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের ৬৪ যাত্রীকে পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ট্রেন ভাড়া ও জরিমানা আদায় করা হয়।
পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহাম্মদ শাহীদূল ইসলাম বলেন, কিছু যাত্রী করোনাকালীন সময়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করছে এমন অভিযোগে ব্লক চেকিং এ অভিযান চালানো হচ্ছে । অভিযানে জরিমানার পাশাপাশি যাত্রীদের টিকিট কেটে ট্রেন ভ্রমণের পরামর্শও দেওয়া হয়েছে।