Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া প্রতিনিধি : ছাত্রলীগের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার কোনাবাড়ি থেকে পাটগাড়ি পর্যন্ত ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের কাছে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করেন হাসিবুল হক সানা। গত ২৯ আগস্ট বিকেলে চাঁদার টাকা না পেয়ে ওই কাজের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারধর করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে সানাকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় প্রল্লাদ কুমার বাদী হয়ে মামলা করলে আদালতের মাধ্যমে সানাকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর