Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

খাবারের সন্ধানে এসে প্রাণ গেল শতাধিক পাখির

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিবেদক : পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ফসলের জমিতে পোকামাকড় খেতে এসে প্রায় শতাধিক পাখি মারা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভাঙ্গুরা পৌরসভার জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জগতলা গ্রামের দুই চাষি গত সপ্তাহ আগে তাদের জমিতে মাসকলাইয়ের বীজ বুনেছিলেন। ক্ষেতে পোকামাকড় নিধনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) কীটনাশক প্রয়োগ করেছিলেন তারা। কারণ পাখিরা জমিতে কীটপতঙ্গ খেতে আসে। এতে জমির বীজও নষ্ট হয়। তাই জমিতে কীটনাশক দিয়েছিলেন।
কিন্তু শনিবার সকাল থেকেই ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খেতে আসে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি। পাখিগুলো ওইসব পোকামাকড় ও বীজ খেয়ে মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবেশকর্মী আব্দুল খালেক জানান, ক্ষেতে কীটনাশক প্রয়োগে উদাসীনতার কারণেই এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে অন্য চাষিরা সচেতন হবে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, কীটনাশক দিয়ে পশুপাখি হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিরোধী। বিষয়টি খোঁজখবর নিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর